বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে শহর পরিচ্ছন্ন করছে শিক্ষার্থীরা। নড়াইল শহরের বিভিন্ন রাস্তায় জমে থাকা জঞ্জাল অপসারণ করে পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে নামেন তারা। বুধবার (৭ আগস্ট) সারাদিন শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে শুরু করে রূপগঞ্জ অভিমুখে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
শিক্ষার্থীরা জানায়, এটা আমাদের শহর৷ আমাদের শহরকে পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার দ্বায়িত্ব আমাদেরই তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে মাঠে নেমেছি পরিষ্কার- পরিচ্ছন্ন করার জন্য৷ আশা করছি আমাদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হবেন এবং আমাদের কার্যক্রম প্রসারিত করতে আমাদের সাথে যুক্ত হবেন৷ আমরা চাই সুন্দর পরিষ্কার- পরিচ্ছন্ন একটি শহর ও একটি সমাজ৷ ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন সম্মান বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল নূর, ঢাকা কলেজের শাওনসহ নড়াইলের সন্তান কয়েকজনের উদ্যোগে এ কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
আমাদের এই পরিবেশকে এগিয়ে নিতে এবং আমাদের এই সমাজকে এগিয়ে নিতে, এই সমাজকে গড়তে আমাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে৷